However much a bhakta may experience physical joy and sorrow, he always has knowledge and the treasure of divine love. This treasure never leaves him. Take the Pandava brothers for instance. Though they suffered so many calamities, they did not lose their God-Consciousness even once. Where can you find men like them, endowed with so much knowledge and devotion?
Sri Ramakrishna
(The Gospel of Sri Ramakrishna, August 19, 1883)
দেহের সুখ-দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান, ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনও যাবার নয়। দেখ না, পাণ্ডবের অত বিপদ! কিন্তু এ-বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়?
শ্রীরামকৃষ্ণ
( শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে, ১৮৮৩, ১৯শে অগস্ট )