রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ, হাওড়া – ৭১১২০২
স্বামী যতীশ্বরানন্দ স্মারক বক্তৃতা
বিষয় : স্বামী যতীশ্বরানন্দজী মহারাজের প্রদর্শিত আধ্যাত্মিক পথ
বক্তা : স্বামী ভজনানন্দজী
তারিখ : রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
সময় : সন্ধ্যা ৬.৩০ মিঃ – ৮.০০ টা
স্থান : ‘নাগ মহাশয় হল’, অভেদানন্দ কনভেনশন সেন্টার, বেলুড় মঠ
প্রবেশ অবাধ
স্বাস্থ্যের সাময়িক অবনতির কারণে পূজনীয় স্বামী চেতনানন্দজী মহারাজ ভারতে আসতে পারছেন না। এমতাবস্থায়, সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ-সঙ্ঘাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ আগামী ১৮ জানুয়ারী ২০২৬ তারিখে ‘স্বামী যতীশ্বরানন্দ স্মারক বক্তৃতা’ দেবেন। বিস্তারিত অনুষ্ঠান-সূচী নিম্নে দেওয়া হল।
অনুষ্ঠান-সূচী
সন্ধ্যারতি (হলে দেখানো হবে) সন্ধ্যা ৫.৪০ মিঃ
উদ্বোধনী সঙ্গীত সন্ধ্যা ৬.৩০মিঃ – ৬.৩৭মিঃ
(স্বামী ইষ্টসেবানন্দ)
আশীর্বাণী সন্ধ্যা ৬.৩৭মিঃ – ৬.৪৭মিঃ
(পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ, সঙ্ঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন)
প্রারম্ভিক ভাষণ সন্ধ্যা ৬.৪৭মিঃ – ৬.৫৫মিঃ
(স্বামী জ্ঞানব্রতানন্দ)
শ্রীমৎ স্বামী যতীশ্বরানন্দজী মহারাজের সংক্ষিপ্ত জীবনী পাঠ সন্ধ্যা ৬.৫৫মিঃ – ৭.০৫মিঃ
(স্বামী তত্ত্বসারানন্দ)
শ্রীমৎ স্বামী যতীশ্বরানন্দজী স্মারক বক্তৃতা সন্ধ্যা ৭.০৫মিঃ – ৭.৫৫মিঃ
(শ্রীমৎ স্বামী ভজনানন্দজী মহারাজ, সহ-সঙ্ঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন)
সমাপ্তি সঙ্গীত রাত্রি ৭.৫৫মিঃ – ৮.০০টা
(স্বামী সংসেব্যানন্দ)
অনুষ্ঠান পরিচালনা
স্বামী বেদার্থানন্দ
প্রবেশ অবাধ
Donate for the Endowment Lecture Fund (by cheque only)
To organize annual memorial lectures at Belur Math starting in 2026, honoring past Presidents and Vice-Presidents of the Order, we are establishing a permanent “Endowment Lecture Fund.” We invite devotees and well-wishers to contribute to this fund. The interest generated from these donations will be used to cover the annual expenses for these lecture programmes.
