Thursday, September 19, 2024
HomeQuotesInspiration : Sri Ma Sarada Devi

Inspiration : Sri Ma Sarada Devi


One should perform japa, meditation, etc., at regular hours giving no room for laziness. If one can repeat the mantra fifteen to twenty thousand times every day, then it will show results. Let him do so first, if he does not get success, let him come and say so. But one has to practise a little attentively. Doing nothing and neglecting everything, they merely complain, “Why does not my japa bear fruit?”. Work you have to do as a matter of course; work keeps the mind well. But japa, meditation, and prayer are specially needed; one should sit up at least in the morning and in the evening. That is like the helm of a boat.

Sri Sarada Devi

(Holy Mother Sri Sarada Devi, Swami Gambhirananda)


জপের কার্যকারিতা সম্বন্ধে শ্রীশ্রীমাতাঠাকুরানী একদিন জনৈক ভক্তকে বলিয়াছিলেন, “জপ-টপ কি জান ? ওর দ্বারা ইন্দ্রিয়- টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়।” আর একদিন তিনি বলিয়া- ছিলেন, “জপধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয় ।” অন্যান্য সময়ে বলিয়াছিলেন, “রোজ পনর, বিশ হাজার করে জপ করতে পারে, তাহলে হয় । আগে করুক, না হয়, তখন বলবে । তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয়, কেউ করবে না, কেবল বলে—কেন হয় না ?” “কাজকর্ম করবে বই কি, কাজে মন ভাল থাকে। তবে জপ, ধ্যান, প্রার্থনাও বিশেষ দরকার ; অন্ততঃ সকাল-সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হল যেন নৌকার হাল।”

শ্রীমা সারদা দেবী

(শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ)


 

RELATED ARTICLES