Inspiration : Sri Ramakrishna


One must practise intense spiritual discipline. Can one obtain the vision of God all of a sudden, without any preparation?

A man asked me, ‘Why don’t I see God?’ I said to him, as the idea came to my mind: “You want to catch a big fish. First make arrangements for it. Throw spiced bait into the water. Get a line and a rod. At the smell of the bait the fish will come from the deep water. By the movement of the water you will know that a big fish has come.’

You want to eat butter. But what will you achieve by simply repeating that there is butter in milk? You have to work hard for it. Only thus can you separate butter from milk. Can one see God by merely repeating, ‘God exists’? One needs sadhana.

The Divine Mother Herself practised austere sadhana to set an example for mankind. Sri Krishna, who is none other than the Ultimate Brahman, also practised sadhana to set an example to others.

Sri Ramakrishna

(The Gospel of Sri Ramakrishna, October 11, 1884)


সাধনের খুব দরকার, ফস্‌ করে কি আর ঈশ্বরদর্শন হয়?

একজন জিজ্ঞাসা করলে, কই ঈশ্বরকে দেখতে পাই না কেন? তা মনে উঠল, বললুম বড়মাছ ধরবে, তার আয়োজন কর। চারা (চার) কর। হাতসুতো, ছিপ যোগাড় কর। গন্ধ পেয়ে ‘গম্ভীর’ জল থেকে মাছ আসবে। জল নড়লে টের পাবে, বড় মাছ এসেছে।

মাখন খেতে ইচ্ছা। তা দুধে আছে মাখন, দুধে আছে মাখন, — করলে কি হবে? খাটতে হয় তবে মাখন উঠে। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, বললে কি ঈশ্বরকে দেখা যায়? সাধন চাই!

ভগবতী নিজে পঞ্চমুণ্ডীর উপর বসে কঠোর তপস্যা করেছিলেন — লোকশিক্ষার জন্য। শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পূর্ণব্রহ্ম, তিনিও রাধাযন্ত্র কুড়িয়ে পেয়ে লোকশিক্ষার জন্য তপস্যা করেছিলেন।”

শ্রীরামকৃষ্ণ

(শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, ১১ই অক্টোবর ১৮৮৪)


 

You might also like
Leave a comment