It is necessary to practise some spiritual discipline. The guru no doubt does everything for the disciple; but at the end he makes the disciple work a little himself.
When cutting down a big tree, a man cuts almost through the trunk; then he stands aside for a moment, and the tree falls down with a crash. The farmer brings water to his field through a canal from the river. He stands aside when only a little digging remains to be done to connect the field with the water. Then the earth becomes soaked and falls of itself, and the water of the river pours into the canal in torrents.
Sri Ramakrishna
(The Gospel of Sri Ramakrishna, December 24, 1883)
একটু সাধনা করা দরকার। গুরুই সব করেন, — তবে শেষটা একটু সাধনা করিয়ে লন।
বড় গাছ কাটবার সময় প্রায় সবটা কাটা হলে পর একটু সরে দাঁড়াতে হয়। তারপর গাছটা মড়মড় করে আপনিই ভেঙে পড়ে। যখন খাল কেটে জল আনে, আর-একটু কাটলেই নদীর সঙ্গে যোগ হয়ে যাবে, তখন যে কাটে সে সরে দাঁড়ায়, তখন মাটিটা ভিজে আপনিই পড়ে যায়, আর নদীর জল হুড়হুড় করে খালে আসে।
শ্রীরামকৃষ্ণ
(শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে, চতুর্থ পরিচ্ছেদ, ১৮৮৩, ২৪শে ডিসেম্বর)