Monday, January 27, 2025
HomeQuotesInspiration : Sri Shankaracharya

Inspiration : Sri Shankaracharya


Shankaracharya had caught the rhythm of the Vedas, the national cadence. Indeed I always imagine that he had some vision such as mine when he was young, and recovered the ancient music that way. Anyway, his whole life’s work is nothing but that, the throbbing of the beauty of the Vedas and the Upanishads.

Swami Vivekananda

(The Complete Works of Swami Vivekananda, Vol. 8, Sayings and Utterances : 48 )


শঙ্করাচার্য বেদের মধ্যে যে একটি ছন্দ-মাধুর্য,একটি জাতীয় জীবনের সুরপ্রবাহ আছে, তা ধরতে পরেছিলেন। বাস্তবিকই আমার সব সমই মনে হয় যে, তিনি যখন বালক ছিলেন, তখন আমার মতো তাঁরও একটা অন্তদৃষ্টি হয়েছিল এবং এই দৃষ্টি দ্বারাই তিনি সেই সুপ্রাচীন সঙ্গীত-ধারাকে পুনরুদ্ধার করেছিলেন। যাই হোক,তাঁর সারা জীবনের কার্যাবলী বিবেচনা করলে দেখা যাবে, এটি বেদ ও উপনিষদের মাধুর্যের ছন্দিত স্পন্দন ছাড়া আর কিছুই নয়।

স্বামী বিবেকানন্দ

(স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, দশম খণ্ড, উক্তি-সঞ্চয়ন -২, ৪৮)


 

RELATED ARTICLES