Inspiration : Swami Vivekananda

Quotation of Swami Vivekananda | Guru Purnima


The Guru is the conveyance in which the spiritual influence is brought to you. Anyone can teach, but the spirit must be passed on by the Guru to the Shishya (disciple), and that will fructify. The Guru passes the thought power, the Mantra, that he has received from those before him, to the disciple; and nothing can be done without a Guru.

Swami Vivekananda

 

গুরু হচ্ছেন সেই আধার, যাঁর মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছায়। যে-কেউ শিক্ষা দিতে পারে বটে, কিন্তু গুরুই শিষ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার ক’রে থাকেন, তাতেই আধ্যাত্মিক উন্নতিরূপ ফল হয়ে থাকে। গুরু তাঁর পূর্ব পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাবশক্তিময় শব্দ পেয়েছেন, তাই শিষ্যে সংক্রামিত করেন—গুরু ব্যতীত সাধনভজন কিছু হ’তে পারে না; বরং বিপদের আশঙ্কা যথেষ্ট আছে।

স্বামী বিবেকানন্দ


 

You might also like
Leave a comment