Sunday, January 19, 2025
HomeQuotesInspiration : Swami Vivekananda

Inspiration : Swami Vivekananda


It is of no use simply to take a course of lessons. To those who are full of Tamas, ignorant and dull — those whose minds never get fixed on any idea, who only crave for something to amuse them — religion and philosophy are simply objects of entertainment.

These are the unpersevering. They hear a talk, think it very nice, and then go home and forget all about it.

To succeed, you must have tremendous perseverance, tremendous will. “I will drink the ocean,” says the persevering soul, “at my will mountains will crumble up.” Have that sort of energy, that sort of will, work hard, and you will reach the goal.

Swami Vivekananda

Complete Works of Swami Vivekananda, Vol 1, Raja Yoga, Pratyahara and Dharana

কেবল উপদেশ শুনিলে কোন ফল হয় না। যাহারা তমোগুণে পূর্ণ, অজ্ঞান ও অলস, যাহাদের মন কোন একটি বিষয়ে কখনও স্থির হয় না, যাহারা একটু আমোদের জন্য কোন কিছু চায়, তাহাদের পক্ষে ধর্ম ও দার্শন চিত্তবিনোদনেরই উপাদান।

ইহারা সাধনে অধ্যবসায়হীন। তাহারা ধর্মকথা শুনিয়া মনে করে, বাঃ এ তো বেশ! তারপর বাড়ি গিয়া সব ভুলিয়া যায়।

সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রচন্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, ‘আমি গণ্ডুষে সমুদ্র পান করিব। আমার ইচ্ছামাত্রে পর্বত চূর্ণ হইয়া যাইবে।’ এইরূপ তেজ, এইরূপ সঙ্কল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন কর। নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে।

স্বামী বিবেকানন্দ

স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, ১ম খণ্ড, রাজযোগ – প্রত্যাহার ও ধারণা


 

RELATED ARTICLES