Thursday, January 9, 2025
HomeQuotesInspiration : Swami Vivekananda

Inspiration : Swami Vivekananda


Our ancestors were great. We must first recall that. We must learn the elements of our being, the blood that courses in our veins; we must have faith in that blood and what it did in the past; and out of that faith and consciousness of past greatness, we must build an India yet greater than what she has been.

Swami Vivekananda

(Complete Works of Swami Vivekananda, Vol 3, Lectures from Colombo to Almora, The Future of India)


আমাদের পূর্বপুরুষগণ মহাপুরুষ ছিলেন, আমাদিগকে প্রথমেই ইহা স্মরণ করিতে হইবে। প্রথমেই জানিতে হইবে, আমরা কি উপাদানে গঠিত, কোন্ রক্ত আমাদের ধমনীতে বহিতেছে। তারপর সেই পূর্বপুরুষগণ হইতে প্রাপ্ত শোণিতে বিশ্বাসী হইয়া, তাঁহাদের সেই অতীত কার্যে বিশ্বাসী হইয়া, সেই বিশ্বাসবলে অতীত মহত্ত্বের চেতনা হইতেই পূর্বে যাহা ছিল, তাহা অপেক্ষাও মহত্তর নূতন ভারত গঠন করিতে হইবে।

স্বামী বিবেকানন্দ

(স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, ৫ম খণ্ড, ভারতে বিবেকানন্দ, ভারতের ভবিষ্যৎ)


 

RELATED ARTICLES