To attain liberation through work, join yourself to work but without desire, looking for no result. Such work leads to knowledge, which in turn brings emancipation. To give up work before you know, leads to misery. Work done for the Self gives no bondage. Neither desire pleasure nor fear pain from work. It is the mind and body that work, not I. Tell yourself this unceasingly and realise it. Try not to know that you work.
Do all as a sacrifice or offering to the Lord.
Swami Vivekananda
(Complete Works of Swami Vivekananda, Vol. 7, Inspired Talks, July 23, 1895; Topic: Bhagavad Gita, Karma-Yoga)
কর্মের দ্বারা মুক্তিলাভ করতে হলে নিজেকে কর্মে নিযুক্ত কর, কিন্তু কোন কামনা কর না — ফলাকাঙ্ক্ষা যেন তোমার না থাকে। এইরূপ কর্মের দ্বারা জ্ঞানলাভ হয়ে থাকে — ঐ জ্ঞানের দ্বারা মুক্তি হয়। জ্ঞানলাভ করবার পূর্বে কর্মত্যাগ করলে তাতে দুঃখই এসে থাকে। ‘আত্মা’র জন্য কর্ম করলে তা থেকে কোন বন্ধন আসে না। কর্ম থেকে সুখের আকাঙ্ক্ষাও কর না; আবার কর্ম করলে কষ্ট হবে—এ ভয়ও কর না। দেহ-মনই কাজ করে থাকে, আমি করি না। সদাসর্বদা নিজেকে এই কথা বলো এবং এটি প্রত্যক্ষ করতে চেষ্টা কর। চেষ্টা কর — যাতে তোমার বোধই হবে না যে, তুমি কিছু করছ।
সমুদয় কর্ম ভগবানে অর্পণ কর।
স্বামী বিবেকানন্দ
(স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, ৪র্থ খণ্ড, দেববাণী, ২৩ জুলাই ১৮৯৫; বিষয়: ভগবদ্গীতা—কর্মযোগ)