“In this world, there are monks and householders. God thinks more about householders. The Master used to say, ‘A monk is supposed to call on God, but there is heavy load on the back of the householder.’ So he thinks of the householder more. Have a little recollectedness of the Master. Call on him with a longing heart. Think of and reflect on him. At the end of the day call on him shedding tears. My child, what do you have other than those two teardrops? Everything in this world belongs to him, but those two teardrops are yours. Please offer them to the Master. He will be tied by your love. My child, don’t be afraid. This time the Master came to make an easy path to realizing God.”
Holy Mother Sri Sarada Devi
(Sri Sarada Devi and Her Divine Play, p 694)
“সংসারে সাধুও আছে আবার গৃহীও আছে। তবে গৃহীর জন্যই তিনি বেশি ভাবেন। সাধু তো তাঁকে ডাকবেই, কিন্তু গৃহীর যে পিঠে বিশমন বোঝা, ঠাকুর বলতেন। তাই গৃহীর জন্যই তাঁর চিন্তা বেশি। শুধু একটু স্মরণ-মনন করলেই হলো। মনে-প্রাণে ব্যাকুলভাবে তাঁকে ডাক। তাঁর স্মরণ-মনন কর। দিনান্তে দুফোঁটা চোখের জল ফেলে তাঁর নাম কর। ঐ দুফোঁটা চোখের জল ছাড়া তোমাদের কি-ই বা আছে বল ? আর সবই তো তাঁর। ঐ দুফোঁটা জল শুধু তোমার। ওটুকুই তাঁকে দিও। তোমাদের কাছে বাঁধা হয়ে থাকবেন তিনি। ভয় কি মা, ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ার এই সহজ পথ বলে দিয়ে গিয়েছেন।”
শ্রীশ্রীমা সারদা দেবী
(শ্রীশ্রীমায়ের স্মৃতি : সুহাসিনী দেবী | শ্রীশ্রীমায়ের পদপ্রান্তে, ৩য় খণ্ড)