One should not reason too much; it is enough if one loves the Lotus Feet of the Mother. Too much reasoning throws the mind into confusion. You get clear water if you drink from the surface of a pool. Put your hand deeper and stir the water, and it becomes muddy. Therefore pray to God for devotion.
Sri Ramakrishna
(The Gospel of Sri Ramakrishna, 9 March 1883)
বেশি বিচার করা ভাল নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হল। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এ-দেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়। তাই তাঁর কাছে ভক্তি প্রার্থনা কর।
শ্রীরামকৃষ্ণ
(শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, ১৮৮৩, ৯ই মার্চ)