Inspiration : Swami Vivekananda

Quotation of Swami Vivekananda


If the Parliament of Religions has shown anything to the world it is this: It has proved to the world that holiness, purity and charity are not the exclusive possessions of any church in the world, and that every system has produced men and women of the most exalted character.

In the face of this evidence, if anybody dreams of the exclusive survival of his own religion and the destruction of the others, I pity him from the bottom of my heart, and point out to him that upon the banner of every religion will soon be written, in spite of resistance:

“Help and not Fight,” “Assimilation and not Destruction,” “Harmony and Peace and not Dissension.”

Swami Vivekananda

(Complete Works of Swami Vivekananda, Vol 1, Chicago Addresses, Address at the Final Session, 27 September 2021)


যদি এই ধর্ম-সম্মেলন জগতে কিছু প্রমাণ করে থাকে তো তা হল এই : সাধুচরিত্র, পবিত্রতা ও দানশীলতা জগতের কোন একটি বিশেষ ধর্মমণ্ডলীর নিজস্ব সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্মপদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন।

এই প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে এবং তাঁর ধর্মই টিকে থাকবে, তবে তিনি বাস্তবিকই কৃপার পাত্র; তাঁর জন্য আমি আন্তরিক দুঃখিত, এবং তাঁকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে তাঁর মত ব্যক্তির বাধা সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লেখা হবে :

‘দ্বন্দ্ব নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ; মতবিরোধ নয়, সমন্ময় ও শান্তি।’

স্বামী বিবেকানন্দ

(স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, ১ম খণ্ড, চিকাগো বক্তৃতা, বিদায়, ২৭শে সেপ্টেম্বর, সপ্তদশ (শেষ) দিনের অধিবেশন)


 

You might also like
Leave a comment